উগান্ডায় কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে থাকা তার মেয়ে ও গাড়িচালক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে গেছেন ওই মন্ত্রী। তাকে হত্যার জন্যই এই হামলা চালানো হয়েছিল বলে জানা যায়। স্থানীয় টেলিভিশন চ্যানেল এনবিএস জানিয়েছে, মঙ্গলবার কিয়াসাসির কাম্পালা শহরতলিতে উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে গুলিবর্ষণ করে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত।
উগান্ডান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ফ্লাভিয়া বাইকওয়াসো বলেন, তার (ওয়ামালা) ওপর গুলি চালিয়েছে… তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রীর গাড়িচালক মারা গেছেন। ওয়ামালার ওপর যে শহরতলিতে হামলা হয়েছে, সেই একই এলাকায় ২০১৭ সালে মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা গুলি করে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছিল। এ হামলায় তার দেহরক্ষী ও গাড়িচালকও প্রাণ হারান।
সূত্র: রয়টার্স ও আলজাজিরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।