রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মন্ত্রীপুত্রের জোর করে মন্ডপ পরিদর্শনে আসার প্রতিবাদে শারদীয় দূর্গা পুজার উৎসব বন্ধ করে দেয়ার ঘোষনা দিয়েছে কায়েতপাড়া ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোকজন। বুধবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় তারা বলেন, নিমন্ত্রন না দেয়া হলেও বৃহস্পতিবার পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতিক) এর ছেলে গোলাম মর্তূজা পাপ্পা ‘নাওড়া ছয়দোনা সার্বজনীন দূর্গা পুজা মন্ডপ পরিদর্শনে আসবেন বলে জানা গেছে। আগামী ১১ নভেম্বর কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনে বিশৃঙ্খলা তৈরীর উদ্দেশ্য তার আগমন এমন অভিযোগ করে
পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুধীর চন্দ্র জানান, মন্ত্রীপুত্র সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে চলাচল করেন। তারা হিন্দুপাড়ায় এসে বিশৃঙ্খলা তৈরী করে। এসব কারনে তাকে পূজা পরিদর্শনে আসতে মানা করা হলেও তিনি জোরপূর্বক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান।
এতে করে বড় ধরনের সংঘাতের আশংকা করছে হিন্দু সম্প্রদায়ের লোকজন। এমনকি যদি বৃহস্পতিবার মন্ত্রীপুত্র পূজা পরিদর্শনে আসেন তবে দূর্গা পূজা বন্ধ করে দিবে বলে ঘোষনা দেন বাবু সুধীর চন্দ্র। এসময় উপস্থিত ছিলেন, পরমেশ্বর মল্লিক, হরিপদ মল্লিক, রিপন সরকার, দিক বিজয় মল্লিক, বিজয় মল্লিক প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।