জানা যায় রবিবার (৯ অক্টোবর) উপজেলার বালিদিয়া ইউনিয়নের অন্তর্গত শিকদারের মোড় থেকে কলমধরী রোডের শ্রীপুর গ্রামের পাকা রাস্তার পাশ থেকে আনুমানিক ১২গ্রাম গাঁজা সহ এক যুবককে আটক করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা সহ জেল দিয়ে হাজতে পাঠানো হয়েছে। ঐ যুবকের নাম মোঃ সোহান খান ওরফে নুরনবী, পিতাঃ খলিল খান গ্রামঃবালিদিয়া।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব বাসুদেব কুমার মালো। তাকে মোবাইল কোর্টের ২০০৯ এর ৭(২)ধারা ক্ষমতা বলে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড সহ ৫০ টাকা অর্থদণ্ডে দন্ডিত করেন।
আরও জানা যায়, সে মাদক সেবন এবং ব্যবসা ছাড়াও চুরি ও বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।