মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে সরকারি খাল লিজ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের মহিলাসহ ৬ জন আহত হয়েছে। ঘটনার সময় দুই জনকে আটক করেছে পুলিশ।
গতকাল (২১ মে) শুক্রবার সকালে উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
গুরুত্বর আহত অবস্থায় সামাদ মোল্যা (৩২), মো.ফজলুর রহমান (৪৫), কাঠ ব্যবসায়ী চুন্নু মোল্যা (৫৫) কে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নহাটা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের আওয়ামীলীগ নেতা লুলু মোল্যা ও জিল্লু গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। সম্প্রতি সৌধনালার খাল জিল্লু গ্রুপ লিজ দেন। পরদিন লুলু গ্রুপ লিজ দেন তার পছন্দের ব্যক্তিকে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শুক্রবার সকালে উভয় পক্ষ দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে।
এলাকাবাসী জানান, সরকারি রেকর্ডের বিরুদ্ধে প্রভাবশালীরা মামলা দিয়ে সরকারি খালের অংশ ইজারা দেয় ফুলবাড়ী গ্রামের লোকজন। বাকি অংশটুকু প্রভাবশালীরা দখল করে মাছ চাষ শুরু করেছে। অন্য অংশ উন্মুক্ত রয়েছে। এর আগে সরকার এই খালের একটি অংশ ইজারা দেয়। সাধারন জনগণের দাবির মুখে ইজারা বাতিল করা হয়। খালটির মালিকানা নিয়ে সরকারের সাথে ঐ গ্রামের লোকজনের একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
এ বিষয়ে মহম্মদপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে যায়। ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।