মাদকের বিরুদ্ধে সাতকানিয়া পুলিশের বিরতিহীন অভিযান

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

সংবাদমাধ্যমের শিরোনাম যখন চট্রগ্রাম মাদকের আতুরঘর। আসলেই কি প্র&শাসন নাকে তেল দিয়ে ঘুমায়? এসব প্রশ্নের উত্তর খুজতে সাতকানিয়া পুলিশের দৌড় গোঁড়ায়।

প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ, হাজিরার খাতাটাও বেশ বড়, এরই ধারাবাহিকতায় ১৫/১২/২০২০ এ যুক্ত হলো ১৩,৫০০ পিস ইয়াবা, পরিবহনে ব্যবহৃত ০১টি ডাম্পার ট্রাকসহ গ্রেফতার ০২ জন।

চট্টগ্রামের জেলার সাতকানিয়া থানার এসআই অনুপম দাশ সঙ্গীয় অফিসার- ফোর্সসহ ১৫/১২/২০২০ ইং আনুমানিক রাত ১২.৩০ মিনিটে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে অভিনব কৌশলে ডাম্পার ট্রাকের হাইড্রলিক বক্সের ভিতর লুকিয়ে পাচারকালে ১৩,৫০০ (তেরো হাজার পাঁচশত) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি ডাম্পার ট্রাকসহ আসামী ০১। রুবেল ড্রাইভার (৩৬), পিতা মৃত রমজান আলী, গ্রাম-বরকুল, আসামী ০২। আফতাব উদ্দিন (৩৪), পিতা আ: মান্নান, গ্রাম- বড়নল, উভয় ইউনিয়ন-বরমী, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুরদ্বয়কে গ্রেফতার করে। এ সংক্রান্তে সাতকানিয়া থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।