মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিদিধি:ছাত্রীকে উত্ত্যক্ত ও যৌননিপীড়ন করার অভিযোগে আকাশ মন্ডলসহ সাত বখাটের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে আদমদীঘি থানায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, উপজেলার কাশিমালা গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে আকাশ মন্ডল (২২), মাহাবুব হোসেনের ছেলে মিদুল (২১), ওয়াহেদ আলীর ছেলে রাকিব (২২), কালাম হোসেনের ছেলে মিলন (২১), সোহাগ প্রামানিকের ছেলে সাকিল (২২), শহিদ প্রমানিকের ছেলে হৃদয় (২০) ও ওয়ায়েশকুরুনীর ছেলে আতিক (২৩)।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামের বাদির মেয়ে পাশের রামপুরা ঈদগাহ দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী। সে বিদ্যালয়ে যাওয়া আসার পথে বিবাদী একই গ্রামের আকাশ মন্ডল দীর্ঘদিন যাবত কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় ওই ছাত্রী মাদ্রাসার গেটের সামনে পৌঁছালে আকাশ মন্ডল ও তার সহযোগীরা পথরোধ করে কুপ্রস্তাব দেয়। উত্ত্যক্ত, টানা হেচরা ও যৌননিপীড়ন করে তুলে নিয়ে যাবার চেষ্টা করলে ওই ছাত্রী চিৎকার করেন।

আরও পড়ুন: টাকার লোভেই ৩৪ বছরের পুরনো গৃহকর্মীর হাতে খুন হন কর্ত্রী

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দোলোয়ার হোসেন এগিয়ে আসলে বখাটেরা তাকে মারপিট করার চেষ্টা করে। সভাপতি ৯৯৯ নম্বরে ফোন করায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে বখাটেরা পালিয়ে যায়। এরপর ছাত্রী তার বাড়ি গেলে বখাটেরা মোবাইল ফোনে মামলা করলে জীবন নাশের হুমকি প্রদান করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।