মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে সাহেদ; জানিয়েছেন আইনজিবী
নিজস্ব প্রতিনিধি
১১ কোটি টাকা অর্থপাচার মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে মোহাম্মদ সাহেদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ।
অপরদিকে, তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে আসামিপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান জামিনের আবেদন নামঞ্জুর করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জামিন শুনানিতে সাহেদের আইনজীবী আদালতকে বলেন, ‘ইয়োর অনার আমি তাকে (শাহেদকে) জিজ্ঞেস করলাম দুই আর দুই কত হয়? সে বললো পাঁচ! তার মানে এতদিন যাবৎ রিমান্ডে থাকতে থাকতে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে মাই লর্ড, সে মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে!’
এ কথা বলার পরই সাহেদতার আইনজীবীর দিকে তাকিয়ে একটু অস্বাভাবিক আচরণ করে। ঠোঁট বাকিয়ে, দু’হাত জোড় করে ক্ষমা চায়!
শুনানি শেষে আদালত সাহেদের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।