কুয়ালালামপুর চেরাস এলেকা থেকে ল্যাটিন আমেরিকার চার নাগরিকে ব্যাংক ডাকাতির সন্দেহ গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সময় দুপুর ১ টায়( ৩ সেপ্টেম্বর)!
বুকিত আমান অপরাধ তদন্ত বিভাগের ( সিআইডি) পরিচালক দাতুক সেরি আবদুল জলিল হাসান জানান,ঘটনাটি ঘটেছে চেরাসে একটি ব্যাংকের সামনে।
ঘটনার সময় ল্যাটিন আমেরিকার চার নাগরিক বাইরে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করছিলো। পুলিশের সন্দেহ হলে তাদের তাদের তাড়া করে। এক পর্যায়ে পুলিশ তাদের গুলি করে, গুলি বুদ্ধ হয়ে চার জনের মধ্যে একজন আহত হন।
সমস্ত সন্দেহভাজনকে গ্রেফতার পর তাদের কাছ একটি গাড়ি সহ ১,৫০,০০০ আর এম জব্দ করা হয়।
গ্রেফতার শেষে চার সন্দেহভাজনকে বুকিত আমান ডিবি পুলিশের কার্যালয় নিয়ে যাওয়া হয় জিজ্ঞেস বার্তা করার জন্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।