একটি ই-কর্মাস প্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেটার ও জাতীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাণিজ্যিক চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে প্রতিষ্ঠানটি মাশরাফির ছবি ও টিভি কর্মাশিয়াল তৈরি করেছে। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি ও প্রতিষ্ঠানের ছবি ও তথ্য সংকলন (কপি) করে অবৈধভাবে প্রচার করছে অসাধু চক্র।
 
এ ঘটনার প্রতিবাদে বুধবার বিকালে প্রেস ক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের পরিচালক এম সাব্বির হোসেন। এ বিষয়ে বুধবার যশোর কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে সাব্বির হোসেন দাবি করেন, ই-কমার্স প্রতিষ্ঠানে এসপিসি গ্রুপের সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাণিজ্যিক চুক্তি হয়। ওই চুক্তির আলোকে মাশরাফি বিন মর্তুজার ছবি ও টিভি কমার্শিয়াল তৈরি করা হয়। কমার্শিয়ালের সেই ছবি নিয়ে গত ২০ এপ্রিল ফেসবুকে Mohammad Ismail Sharif ও ইউটিউবে SPC Group থেকে পোস্ট করা হয়- অল্প পুঁজিতে অধিক আয় করতে চাইলে যোগাযোগ করুন। অজ্ঞাতনামা ব্যক্তি মাশরাফি বিন মর্তুজার বিভিন্ন তথ্য অবৈধভাবে সংকলন (কপি) করে প্রচার করছে; যা আইনবিরোধী ও অত্যন্ত ঘৃণিত কাজ।
 
মাশরাফি বিন মর্তুজার মানহানি ও এসপিসি গ্রুপের ভাবমূর্তি নষ্ট করছে। এ বিষয়ে বুধবার যশোর কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহাবুদ্দিন, শাহাবুল ইসলাম সবুজ, আতাউর রহমান, মাসুম বিল্লাহ ও বদিউজ্জামান প্রমুখ।