মিঠাপুকুর প্রতিনিধি:মিঠাপুকুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪২ পিস ইয়াবা ও ০৫ পুড়িয়া হেরোইনসহ গ্রেফতার ০১জন। মিঠাপুকুর থানা পুলিশ শনিবার ১১/০৯/২০২১ইং তারিখ রাত ০৮.২০মিনিটে মিঠাপুকুর থানাধীন ০২ নং রানিপুকুর জুম্মা মৌজাস্থ জুম্মা বালাপাড়া গ্রামের শ্রী মানিক চন্দ্র পিতা শ্রী পূর্ণবাবু চন্দ্র বাড়ির পূর্ব পাশের গ্রাম কাঁচা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময়,মোঃ মেহেদী হাসান (২২)নামে এক একজনকে গ্রেফতার করে। মিঠাপুকুর-পীরগন্জে দায়িত্ব প্রাপ্ত এএসপি ডি সার্কেল মোঃ কামরুজ্জামান জানান,উক্ত অভিযান পরিচালনার সময় মিঠাপুকুর উপজেলার সাং-জুম্মাবালাপাড়ার মো দুলাল মিয়ার ছেলে, মোঃ মেহেদী হাসান (২৩)কে গ্রেফতার করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে ৪২ পিস ইয়াবা ও ০৫ পুড়িয়া হেরোইন উদ্ধারপূর্বক জব্দ করা। রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।