মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ মোংলায় নিজ মেয়েকে ধর্ষণ করেছে বাবা। এ ঘটনায় মামলা দায়েরের পর ধর্ষক বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার নুরনাহার রোমানার বাড়ীতে ভাড়া থাকেন খুলনায় দিনমজুরের কাজ করা আসাদ শেখের স্ত্রী ফাতেমা খাতুন ও তাদের ৫ ছেলে-মেয়ে। ওই ভাড়া বাড়ীতে ফাতেমার সাথে তার পিতা আব্দুল হক হাওলাদার (৭০) বসবাস করতেন।
মেয়ে তার নাতি-নাতনি নিয়ে ভাড়া ঘরের মধ্যে আর পিতা থাকতেন ঘরের বারান্দায়। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাবা আব্দুল হক হাওলাদার বারান্দা থেকে গিয়ে ঘরে ঢুকে নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় রবিবার রাতে থানায় পিতার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন মেয়ে। রাতেই ধর্ষক পিতাকে সিগনাল টাওয়ার এলাকার তার আত্মীয়র বাড়ী থেকে আটক করে পুলিশ। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, মেয়েকে ধর্ষণ মামলায় ধর্ষক বাবাকে রবিবার রাতে গ্রেফতার করে সোমবার সকালে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।