ব্যক্তিগত গাড়ি থেকে তিনটি গরু উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২ জানুয়ারি) সকাল ছয়টার দিকে টহলরত পুলিশ গরু গুলো উদ্ধার করে। ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গাড়িটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, গরু তিনটি চুরি করা হয়েছে। ব্যক্তিগত গাড়িটি বেশ পুরোনো ও ভাঙাচোরা। গাড়ির কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। চুরি করা তিনটি গরু নিয়ে যাওয়ার পথে গাড়িটির একটি চাকা পাংচার হয়ে যায়।
দিনের আলোও ফুটতে শুরু করে। গাড়ি মেরামত করে গন্তব্যে যাওয়ার মতো সময় না থাকায় গরুসহ গাড়িটি রেখেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ গাড়ি ও তিনটি গরু তারাকান্দা থানায় নিয়ে যায়। চুরি হয়েছে ধারণা থেকে গরু তিনটির মালিকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মালিক না পাওয়া গেলে গরু তিনটি নিয়ে করণীয় নির্ধারণে আদালতের শরণাপন্ন হতে হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।