ময়মনসিংহে ১২ মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার
আরিফুল ইসলাম ময়মনসিংহঃ-
ময়মনসিংহ নগরী থেকে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে এগুলো উদ্ধার করেন।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফারুক।
তিনি বলেন, ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পি নামে এক যুবককে আটক করা হয়েছে। এগুলো থানায় আছে। পরে বিস্তারিত জানানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।