খুলনায় পাঁচ হাজার জাল টাকাসহ এক যুবককে হাতেনাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ রোববার নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়স্থ পাবলা ফার্মেসী নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে শেখ রফিকুল ইসলাম মিলনকে (৪০) আটক করা হয়।

সে যশোরের কেশবপুরের চিংড়ি পশ্চিমপাড়ার শেখ শওকত আলীর ছেলে। যশোর থেকে খুলনাতে জাল টাকা বিনিময় করতেই সে এসেছিল বলে পুলিশকে জানিয়েছে।