০৮/০৪/২০২২ তারিখ রাত অনুমান ২০.৫০ ঘটিকার সময় যশোর পালবাড়ী তেতুলতলা মোড়স্থ মাহী ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অবঃ সেনা কর্পোরাল আনোয়ার হোসেনকে দোকানের মধ্যে বসা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবক হত্যার উদ্দেশ্যে পেটে চাকু মেরে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। আহত অবঃ সেনা সদস্যকে উদ্ধার করে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পরে যশোর সিএমএইচে ভর্তি করা হয়।

এই সংক্রান্তে আহত সেনা সদস্যের ভাই হায়দার হোসেন বাদী হয়ে ইং ১০/০৪/২০২২ তারিখে এজাহার দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৫ তাং-১০/০৪/২০২২ ইং ধারা-৩২৪/৩২৬/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়।
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় ঘটনার রহস্য উদঘাটনের জন্য জেলা গোয়েন্দা শাখাকে নির্দেশ প্রদান করলে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার, পিপিএম এর দিক-নির্দেশনায় ডিবির এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, এএসআই গৌরাঙ্গ, আমিরুলসহ একটি চৌকশ টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পযালোচনা করে অপরাধীকে সনাক্ত পূর্বক গোপন তথ্যের ভিত্তিতে ১০/০৪/২০২২ তারিখ বিকাল হতে রাত ১২.০০ পযন্ত যশোর শহরের কাজীপাড়া, পালবাড়ীসহ কালীগঞ্জের বারোবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত ভাড়াটে চাকুমারা পার্টির ০৬ সদস্যকে গ্রেফতার করে ঘটনায় ব্যবহৃত চাকু এমএম কলেজের পুরাতন ছাত্রাবাস চত্বর থেকে উদ্ধার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ কিশোর গ্যাং পার্টির সদস্য। তারা কামরুল ইসলাম নামের এক ব্যক্তির নির্দেশে ৫০ হাজার টাকা চুক্তিতে নগদ ২০ হাজার টাকা গ্রহনে অবঃ সেনা কর্পোরাল আনোয়ার হোসেনকে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসা অবস্থায় ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। নির্দেশদাতা কামরুল ও শফিকুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। আশরাফুল ইসলাম (২১), পিতা- মোঃ রবিউল ইসলাম, সাং-পালবাড়ী নতুন খয়েরতলা
২। মোঃ সাব্বির হোসেন (১৯), পিতা-মৃত বাবু হোসেন, সাং-পুলিশ লাইন্স টালিখোলা
৩। মোঃ আবির হোসেন (২০), পিতা-ইউসুফ আলী, সাং-পুরাতন কসবা কাজীপাড়া
৪। মোঃ রুস্তম আলী (২২), পিতা- মোঃ মুন্না ইসলাম, সাং-মিশনপাড়া
৫। মোঃ রাফাত ইয়ামিন (২২), পিতা-মৃত জুলফিকার আলী জুয়েল, সাং- পুরাতন কসবা কাজীপাড়া, সেবা সংঘ স্কুলের পিছনে।
৬। সজীব হোসেন (২০), পিতা- আবুল হোসেন, সাং-পুরাতন কসবা কাজীপাড়া বেগম মিলের সামনে
উদ্ধারকৃত আলামত :
১। ঘটনায় ব্যবহৃত ০১টি চাকু
২। আসামীদের ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন।
বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ, সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ ।
ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, যশোর এর পক্ষে মিডিয়া সেল, যশোর।
কলমকথা/𝙷𝙺𝚂