নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়াএলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা। ওই ঘটনায় গ্রেফতার এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) সাদাত বিষয়টি নিশ্চিত করেছেন। সাদাত বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করে পুলিশ।
পরে ভুক্তভেগীর বাবা বাদী হয়ে কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ওই আসামিকে সোমবার (২২ নভেম্বর) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে ওই আসামিকে কারাগারে পাঠান বিচারক। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ভুক্তভোগীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন, ভুক্তভেগীকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সে দু’চোখে কিছু দেখতে পাচ্ছে না। চিকিৎসকরা জানিয়েছেন, তার মুখমণ্ডলের সামনের অংশ শতভাগ পুড়ে গেছে। ডাক্তাররা তার চিকিৎসার পাশাপাশি তাকে অবজারভেশনে রেখেছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।