রাজধানীর গুলশান ও বনানী এলাকা থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশিমদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ২টি প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে র্যাব-১ থেকে জানানো হয়, রোববার (১৬ জানুয়ারি) র্যাব-১ এর আভিযানিক দল রাতে গোপন সংবাদে গুলশান সুটিং ক্লাব, পানির পাম্প মডস জোন-৫, ঢাকা ওয়াসার সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. জাহিদ হাসান হৃদয়ের কাছ থেকে ১ হাজার ৬৯ ক্যান বিয়ার, ২৪ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। একইদিন দুপুরে র্যাব-১ এর অপর একটিদল বনানী থানার মহাখালীতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রিপন ও মনির হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় ১২০ ক্যান বিয়ার, ২৪ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ জানান, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা পেশায় প্রাইভেটকার চালক। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সাথে জড়িত।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।