নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর বাস মালিত সমিতির সাবেক সভাপতি পিটারের গাড়িতে ডাকাত দল হামলার করেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে রাজশাহী থেকে ঢাকা যাওয়ার সময় সিরাজগঞ্জের হার্টিকুমরুল এলাকায় এ ঘটনা ঘটে। অজ্ঞাত ডাকাত দলের সদস্যরা পিটারের গাড়ীতে হামলা করে। এতে পিটার তার ছেলে ও চালক অল্পের জন্য রক্ষা পান। কিন্তু ইটপাটকেল মেরে গাড়ির ক্ষতি করে ডাকাত দলের সদস্যরা।

পিটার তার ফেসবুকে লিখেন, একটি বড় ইট দিয়ে গাড়িতে আঘাত করে। অল্পের জন্য ইটটি কাঁচে না লেগে গাড়ির বডিতে লাগে। আমি আর আমার ছেলে বের হই এবং খুঁজতে থাকি কে মারলো ইটটি। কারণ গাড়িটির অনেক ক্ষতি হয়েছিলো।’

পিটার আরও লিখেন, এতদিন শুনেছি ট্রেনে ঢিল ও পাথর মারে।আমরা অনেক দুর খুঁজে কাউকে না পেয়ে যাবার জন্য গাড়িতে উঠবো, এমন সময় দেখি একজন মুখে কাপড় এবং হাতে হসুয়া নিয়ে ঠিক গাড়ির সোজা রাস্তার নীচে বসে আমাদের ফলো করছে। আমি ধর ধর করে চিললালে সে এবং তার সঙ্গীরা আমাদের দিকে মারতে তেডে আসে। কি অদ্ভুত ব্যপার রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ী চলছে। আমি আমার ছেলে ড্রাইভার বলছি, বাঁচাও বাঁচাও। কেউ থামলো না। সমাজ আজ কোন জাইগায়? আমরা যদি একে অপরের সহযোগিতায় না আসি তাহলে কাল আপনার বিপদেও কেউ আসবে না। তাই চেষ্টা করি অপরের বিপদে পাশে দাঁড়াতে। অন্যায়ের প্রতিবাদ না করতে করতে সমাজ যেমন অন্যায়ে ভরে গেছে, সহযোগীতা না করতে করতে আপনিও একদিন একা হয়ে যাবেন।আল্লাহর অসেশ রহমত তিনজনে নিজের জীবনের কথা না ভেবে একসাথে ঝাঁপিয়ে পড়ি এবং তাদের প্রতিহত করতে পারি। তারা মাঠ দিয়ে পালিয়ে যায়। আপনাদের দোয়ায় আমরা বেঁচে গেছি। এতো কিছু লিখলাম, এই কারনে আপনারা যারা এই পথে চলাচল করেন তারা একটু সাবধানে চলাচল করেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষন, করছি একটু কষ্ট করে এদের এক্ষুনি বিষদাঁত ভেঙে দিন। নতুবা হইতো এরা অনেক বড় ক্ষতি করে ফেলবে।এই খবরটি সকলকে অবগত করেন।’