লালমনিরহাট সদরের কালিবাড়ি খাদ্য গুদামের সামনের রাস্তার ওপর পড়েছিল মাত্র একদিন বয়সী নবজাতক মেয়ে শিশু।
শিশুটিকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন একজন প্রত্যক্ষদর্শী। তিনি জানান, ঠান্ডায় শিশুটির শরীর নীল হয়ে গেলেও শিশুটি বেঁচে আছে। পরে পুলিশ ওই নবজাতকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তিনি বলেন, আজ (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে খাদ্য গুদামের পাশে রাস্তার ওপর একটি নবজাতক শিশুকে কে বা কারা ফেলে রেখে গেছে। ঠান্ডায় শিশুটির শরীর নীল হয়ে গেলেও শিশুটি বেঁচে আছে। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯-এর কনস্টেবল সজীব দাশ। তিনি তাৎক্ষণিক কলারের সঙ্গে লালমনিরহাট সদর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেন। লালমনিরহাট সদর থানার ওসি মো. শাহা আলম জানান, শিশুটির অবস্থা বর্তমানে ক্রিটিকাল হওয়ায় তাকে সদর হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।