রবিবার ( ২১ মার্চ ) দুপুরে মহানগরের মােগড়খাল এলাকার অবস্থিত টাঙ্গাইল মিষ্টি মুখ নামক খাবার হােটেলে প্রতারণার মাধ্যমে চাঁদাবাজিকালে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের সাথের তিন সঙ্গী পালিয়ে যায়। আটককৃতরা হলাে- বরিশালের গৌরনদী থানার ঐজউদ্দিনের ছেলে মােঃ হান্নান হােসেন ( ৩৫ ) ও গাজীপুর মেট্রোপলিটন ( জিএমপি ) ‘ র পুলিশ সদস্য র্যাকার ড্রাইভার রাশেদুল ইসলামের স্ত্রী মােসাঃ রিনা আক্তার।
হােটেল মালিক আবু বককর সিদ্দিক জানান , একজন মহিলা সহ চার ব্যক্তি আমার হােটেলে এসে র্যাব সদস্য পরিচয় দিয়ে হােটেলের বিভিন্ন ত্রুটি দেখিয়ে বিশহাজার টাকা চাঁদাদাবি করে। অন্যথায় মামলা দিয়ে এক বছরের জেল ও অর্থ জরিমানার হুমকি প্রদান করে। তাদের আচার আচরণ সন্দেহজনক হলে পরিচয় পত্র দেখতে চাই। একপর্যায়ে পরিচয় পত্র দিতে ব্যর্থ হলে আশেপাশের লােকজন কে ডাকাডাকির সময় তাদের মধ্যে তিনজন পালিয়ে যায়। পরে নিকটস্ত বাসন থানার বিষয়টি অবগত করলে ঘটনাস্থলে পুলিশ এসে দুইজনকে আটক করে নিয়ে যায়।
বাসন থানার ওসি ( তদন্ত ) মিজানুর রহমান জানান, খাবার হােটেলে ভুয়া র্যাব পরিচয়ে চাঁদাবাজি কালে দুইজন কে আটক করা হয়।
এ বিষয়ে, আটককৃত দুইজন ও পলাতক আরাে তিন জনের নামে প্রতারণা পূর্বক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।