রাজশাহী ব্যুরোঃ নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড নওপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নিশান আহমেদ বাপ্পি(১৪)কে গোরস্থানের মধ্যে তুলে নিয়ে গিয়ে হত্যার চেষ্টা করে দূর্বৃত্তরা।এ ঘটনায় বাপ্পির মা লিপিয়ারা খাতুন বাদী হয়ে লালপুর থানায় একটি লিখত অভিযোগ করেছেন। ভুক্তভোগী নিশান আহমেদ বাপ্পি মনিহারপুর- রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে,পূর্ব শত্রুতার জের ধরে গত রবিবার(৩১জানুয়ারী)বিকেলে নিজাম উদ্দিনের ছেলে বাপ্পি নওপাড়া হাটে বাজার করতে যাওয়ার সময় বিবাদী জহুরুল ইসলাম তার ভ্যান ঠেলে দিতে বলে তখন বাপ্পি অসম্মতি জানিয়ে বাজারে চলে যায়।পরে বিবাদী জহুরুল ও তার পরিবারের সদস্যরা নিজামের বাড়ির আশেপাশের লোকজন কে নিজামের ক্ষতি করার বিভিন্ন হুমকি দেন।
এরই এক পর্যায়ে সন্ধ্যার পরে পাশের বাড়ি রজব মালিথার বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠান শেষ করে বাপ্পি বাড়িতে ফেরার পথে সুলতানপুর গোরস্থান নামক স্থানে পৌঁছালে গোরস্তানের প্রাচীরের পাশে ওৎ পেতে থাকা বিবাদীগন বাপ্পিকে মুখ,হাত,পা ধরে শূন্য করে গোরস্তানের ভিতরে নিয়ে গিয়ে কিল,ঘুষি চড় থাপ্পড় মারে এবং হত্যা করে ভাঙা কবরে ফেলে দিয়ে গুম করার হুমকি দেয়।
এ সময় বাপ্পির মুখ ছুটে গেলে তার চিৎকার শুনে অভিযোগে উল্লেখিত স্বাক্ষী গনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পরে ঐ রাতেই লিপিয়ারা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে লালপুর থানার তদন্ত ওসি আবু সিদ্দিক বলেন,বাপ্পির মা লিপিয়ারা খাতুন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বিষয় টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলমকথা/বি সুলতানা