মনির খান স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় ইন্টারনেট ব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৫)কে লোহার শাবল, রড, ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে ইন্টারনেট ক্যাবলসের ব্যবসায়ী সোহাগ মোল্লা ও তার কতিপয় সন্ত্রাসী ক্যাডার বাহিনী। উক্ত সন্ত্রাসীরা গত ১১ এপ্রিল সোমবার দুপুর ২টার সময় এ ঘটনাটি ঘটিয়ে পালিয়ে যায় । স্থানীয় জনগণ আহত গৌতম চৌধুরী কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেন । আহত গৌতম চৌধুরী সাঁতরা গ্রামের গৌরচন্দ্র চৌধুরীর ছেলে।

গৌতম চৌধুরী লোহাগড়ার বিভিন্ন জায়গায় ইন্টারনেট ক্যাবলস এর ব্যবসা সহ নিজেই অপারেটরের কাজ করে আসছে। এ ঘটনায় গৌতম চৌধুরী বাদী হয়ে লোহাগড়া থানায় ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায় আসামীরা হলো লোহাগড়া পৌরসভার সাঁতরা গ্রামের মৃত্যু হালিম মোল্লার ছেলে সোহাগ মোল্লা, ইন্টারনেট (ক্যাবলস ব্যবসায়ী) ২/সোহাগের ইন্টারনেট ক্যাবলস এর কর্মচারী জাহাঙ্গীর,ও মনির । ইন্টারনেট ক্যাবলসের ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে নোংরামি চলছে বলে দেখা যায় আর তারই ধারাবাহিকতায় গতকাল এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এলাকার মানুষ ডিসি মহোদয় এসপি মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে বিনীত ভাবে অনুরোধ করে বলেন, লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে আইনি ব্যবস্থা নিয়ে এলাকা মানুষদের শান্তি পূর্ণভাবে বসবাস করার ব্যবস্থা করে দেওয়ার জন্য ।