নড়াইলের লোহাগড়ায় সাংবাদিকের ছেলের উপর অতর্কিত হামলা এলোপাতাড়ি মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে অভিযোগ সূত্রে জানা যায়,৫ জানুয়ারি বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬ টার দিকে লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের সাংবাদিক মনির খান এর ছোট ছেলে কে এম শাহরিয়া ইসলাম নিরব তার তিন বন্ধু নদী, সাব্বির, শোভন,মিলে লোহাগড়া বাজারে মোবাইল কেনার উদ্দেশ্য যাওয়ার পথে বাজারের ব্রিজ এর দক্ষিণ পাশে উঠার সময় জয়পুর গ্রামের মৃত মিজান সিকদার এর ছেলে শাওন সিকদার সহ আরো অজ্ঞাত ৩/৪ জন মিলে পিছন থেকে মোটরসাইকেল যোগে এসে নিরব এর উপর অতর্কিত হামলা চালায়, এবং এলোপাতাড়ি মারধর করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়, নিরব বলেন শাওন সিকদার আমার পায়ে রড দিয়ে আঘাত করে,এবং ইট দিয়ে পিঠে আঘাত করে।

এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এবিষয়ে সাংবাদিক মনির খান বলেন আমার উপর অতর্কিত হামলা ও এলোপাতাড়ি মারধর করা হয়েছে আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন বলেন অভিযোগ পেয়েছি,তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।