নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর স্বাক্ষর জাল করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক বেক্তি কে জেল ও জরিমানা করা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ২৩ মে বিকেলে এই আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার( নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃআজগর আলী।
উপজেলার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান শেখ শিহানুক রহমানের স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন, ওয়ারেশ কায়েম সনদ সহ বিভিন্ন ধরনের কাগজ পত্র জাল করার দায়ে ইতনা গ্রামের মোঃ আলতাফ শেখ এর ছেলে মোঃ খসরুজ্জামান শেখ (৪০) কে ভ্রামমান আদালতে ২১ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।