- লোহাগড়া এক ভূয়া ক্যাপ্টেন পরিচয় কারী কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।।
নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তি দেয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ভূয়া ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত ভূয়া ক্যাপ্টেন হাসিবুল ইসলাম হৃদয়(২৯) নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভূয়া ক্যাপ্টেন হাসিবুল ইসলাম হৃদয় গত কয়েকদিন ধরে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের কাছে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে ঐ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের বিএনসিসি’র বৃত্তি দেবে বলে জানায়।
সে গত বুধবার ( ২ ডিসেম্বর) বিদ্যালয়ে আসলে শিক্ষক ও স্কাউট শিক্ষার্থীরা তাকে যথারীতি গার্ড অব অনার প্রদান করেন।
সোমবার সকালে ওই ভূয়া ক্যাপ্টেন বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের কাছে বৃত্তির টাকা, পোষাক সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে কিছু টাকা দাবি করে। বিষয়টি প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা স্থানীয় লোহাগড়া থানা পুলিশ প্রশাসনকে অবহিত করলে লোহাগড়া থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল :০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।