সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মোঃ রানা(২৫) এবং তার অন্যতম সহযোগী সায়েম আহম্মেদ সিজান(২৫)’কে ০১ টি চোরাই মোটরসাইকেলসহ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩।
সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মোঃ রানা(২৫), পিতা-মোঃ অজউল্লাহ, সাং-কদমতলী কলেজপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ এবং তার অন্যতম সহযোগী সায়েম আহম্মেদ সিজান(২৫), পিতা-সাজু আহম্মেদ, সাং-কর্নগোফ, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জদের হেফাজত হতে ০১ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারপূর্বক ২৯/০৪/২০২৩ তারিখ গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীনগর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। তারা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য এবং ধৃত রানা এই চক্রের মূলহোতা। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত বিভিন্ন মডেলের মোটরসাইকেল চুরি করে নিজ হেফাজতে রাখে। পরবর্তীতে চোরাইকৃত মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনের মাধ্যমে উক্ত মোটরসাইকেলগুলো বিক্রয় করে আসছে। উক্ত চক্রের একাধিক সিন্ডিকেট রয়েছে। তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।