মো: আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাঁচড়াহাটীনন্দী গ্রামে ফায়ার সার্ভিস ভবনের সামনে জমি দখলের অভিযোগ সংক্রান্ত একটি বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগটি করেন রিডা প্রাইভেট হাসপাতালের সিইও ফাউন্ডার আব্দুল্যাহ আল মামুন। রিডা প্রাইভেট হাসপাতালের সিইও ফাউন্ডার আব্দুল্যাহ আল মামুন লিখিত অভিযোগে উল্লেখ করেন, শ্যামনগর থানায় ভুরুলিয়া ইউনিয়নের আওতাধীন জে, এল ২২ নং বি,এস ৩১১ নং খতিয়ানে ৬৮৭ নং খতিয়ানে ১৮৫০ একর জমি রেজিষ্ট্রী কোবলা সূত্রে প্রাপ্ত হয়ে সেখানে মাটি ভরাট করে, পাকা প্রাচীর নির্মাণ করে, গাছ- গাছালি লাগিয়ে সৌন্দর্য্য বৃদ্ধি করা সহ যাতায়াত পথ তৈরী করে রিডা প্রাইভেট হাসপাতালের ভবন নির্মানের কাজ চলমান আছে।
বিবাদীরা প্রভাব বিস্তার করে উক্ত জায়গা জবর দখল করার লক্ষ্যে আমার সঙ্গে শত্রুতা পোষন করত, বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের মধ্যস্থতায় কয়েক দফায় শালিশ বিচারে ব্যর্থ হয়েছি। ইতোপূর্বে ১ নং বিবাদী সামছুর রহমান বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা বরাবর ফৌ: কা: বি: ১৪৫ ধারা মোতাবেক পিটিশন ১০২৩/২৩ (শ্যাম:) মামলা দায়ের করলে আদালতের নির্দেশনা মোতাবেক শাস্তিশৃঙ্খলা রক্ষার্থে শ্যামনগর থানার উপর এবং তদন্তের স্বার্থে আপনার দায়িত্ব অর্পণ করেন।
এবং আগামী ইং- ২১/০৬/২০২৩ তারিখ দিন ধার্য আছে। শ্যামনগর থানা থেকে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নোটিশ জারী করা হলে আমি উক্ত সম্পত্তিতে সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখি। কিন্তু আইন অমান্যকারী ১নং বিবাদীর নেতৃত্বে অন্যান্য বিবাদীরা ইং- ১৯শে জুন সকাল ৮ টার দিকে উক্ত জমিতে অন্যায় অনধিকার প্রবেশ করে আমার নিজ অর্থে নির্মিত ঘরে লোকজন উঠিয়ে দিয়ে জবর দখলের চেষ্টা করে। ঐ সময়ে রিডা প্রাইভেট হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মী তানজিলা বেগম (৪২) স্বামী- মোঃ কুদ্দুস, সাং- কাঁচড়াহাটীনন্দীগ্রাম, ২। মোছাঃ আলেয়া বেগম (৩৭) পিতা- পিন্টু সরদার, সাং- চন্ডিপুর, উভয় সাং- শ্যামনগর, সাতক্ষীরাদ্বয় উক্ত জমিতে যেয়ে বিবাদীদের অবৈধ জবর দখল মূলক কাজে বাধা সৃষ্টি করলে ১নং বিবাদীর হুকুমে ও নির্দেশে অন্যান্য সকল বিবাদীরা তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী ভাবে মারপিট করে জখম করে।
রিডা প্রাইভেট হাসপাতালের সিইও ফাউন্ডার আব্দুল্যাহ আল মামুন উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে যাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তারা হলেন মোঃ সামছুর রহমান (৫১) পিতা- মৃত নেদু মাঝি, সাং- কাঁচড়াহাটীনন্দীগ্রাম, ২। মোঃ লিয়াকত মাঝি (৪২) ৩। মোঃ আমজাদ মাঝি (৪৫) উভয়পিং- মৃত নেধু মাঝি, সাং- নকিপুর মাজাট, ৪। মোঃ কওছার মাঝি (৫৮) পিং- মৃত নেদু মাঝি, সাং- কাঁচড়াহাটীনন্দী, সর্ব থানা-শ্যামনগর, জেলা- সাতক্ষীরা।
অভিযোগে আব্দুল্যাহ আল মামুন আরও উল্লেখ করেন, জমি দখলের সময়ে বিবাদীদের হাতে দেশীয় অস্ত্র সস্ত্র থাকার কারনে ঘটনার দিন কেহ প্রতিবাদ করার সাহস পায়নি। সে কারনে বিজ্ঞ আদালতের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধীয় জমিতে সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখার জন্য সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়া তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা আদালতে ফৌ: কা: বি: ১৪৫ ধারা মোতাবেক পিটিশন ১০২৩/২৩ (শ্যাম:) মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীদের অনধিকার প্রবেশ সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ করার বিহীত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা গণমাধ্যমের কাছে স্বীকার করে বলেছেন একটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।