তানভীর আহমেদ হামিম-সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি
সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে গলায় ওড়না পেঁচিয়ে দিপা রাণি (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।
মৃত্যু দিপা রাণি ওই গ্রামের দিলিপ চন্দ্র রায়ের মেয়ে।
ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আজম মন্ডল নিরব জানান, দিপা সকালে নিজ বাড়ির ঘরের ধর্ণার (তীর) সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। তিনি আরও জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
তবে এ বিষয়ে জানতে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।