মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: সান্তাহার রেলওয়ে পুলিশের অভিযানে সান্তাহার স্টেশন এলাকা থেকে চোরাইকৃত চালসহ একজন চোরকে আটক করা হয়।

আটককৃত আসামি সিরাজগঞ্জ জেলার ও সদর থানার রহমতগঞ্জ এলাকার মৃত আমির হোসেন শেখের ছেলে তপু শেখ(২৫)।

সোমবার(৮ নভেম্বর) ১১টা ৪০ মিনিটের দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের  ভিতর থেকে চালের একটি বস্তা চুরি করে  সান্তাহার স্টেশনে ট্রেন থেকে নামে। এমন সংবাদের ভিত্তিতে সান্তাহার রেলওয়ে থানার এস আই  তৌহিদের নেতৃত্বে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১ বস্তা চাল সহ  চোর সদস্যের এক সদস্যকে আটক করা হয়।

সান্তাহার রেলওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি সাকিউল আযম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশের অভিযানে চালসহ এক চোরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পেরণ করা হয়েছে।