সিএমপির আকবরশাহ থানার অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ ০২ জন গ্রেফতার।
সুমনসেন চট্টগ্রাম প্রতিনিধি-
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব এ.এ.এম হুমায়ুন কবির, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) জনাব মোঃ আরিফ হোসেন এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, আকবরশাহ থানা, জনাব মোহাম্মদ জহির হোসেন, পিপিএম-সেবা এর নেতৃত্বে এসআই(নিঃ)/আবদুল মোমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২/১১/২০২০ খ্রিঃ ০৩.৩০ ঘটিকায় আকবরশাহ থানাধীন বড় গ্যাস লাইন মিরপুর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি এলজি, ০১টি পাইপ গান, ১টি চাপাতি, ৩টি কিরিচ ও ২টি ছোরা সহ মোঃ রবিন(২০) ও মোঃ রবিউল ইসলাম(২৮) কে গ্রেফতার করেন। ধৃত ব্যক্তিদ্বয় আকবরশাহ্ থানা এলাকায় অপরাধ কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে জব্দকৃত অবৈধ অস্ত্রসমূহ নিজেদের হেফাজতে রেখেছে মর্মে স্বীকার করে। এ সংক্রান্তে আকবরশাহ্ থানার মামলা নং-১৪, তারিখ-১২/১১/২০২০খ্রিঃ ধারা- The Arms Act, 1878 এর 19-A/19(f) রুজু করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রবিউল ইসলাম এর বিরুদ্ধে সিএমপির আকবরশাহ থানায় একাধিক মামলা রুজু আছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।