টি.এম.মুনছুর হেলাল ,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ অপহরণকারী মোক্তাকিন বেল্লালকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। সে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহের চর গ্রামের আব্দুর রশীদের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উক্ত যুবকের সাথে ওই গ্রামের ১০ শ্রেণির স্কুল ছাত্রীর মোবাইলে সম্ভবত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ প্রেমের টানে ২৯ আগষ্ট সকালে স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় ওই যুবক। ছাত্রীকে বহু খোজাঁখুজি করে সন্ধ্যান পায়নি তার পরিবারের লোকজন। পরে এ বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম’র দিক নির্দেশনায় বৃহস্প্রতিবার দিনভর এসআই দয়ালসহ একদল পুলিশ ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালানো হয়।

এ অভিযানে আশুলিয়া থানা পুলিশের সহযোগীতায় একটি বাসে তল্লাশি চালিয়ে ওই স্কুল ছাতী উদ্ধারসহ বেল্লালকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ওইদিন রাতে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালত ওই স্কুল ছাত্রীকে বাবা মায়ের জিম্মায় দিয়েছে এবং বেল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।