সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ লাখ টাকার হেরোইনসহ আব্দুস সালাম (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ১২ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দ করা আলামতসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুস সালাম চাঁপাইনবাবগঞ্জের রেহায়চর আদর্শপাড়া গ্রামের নইম উদ্দিনের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ২০৬ গ্রাম হেরোইনসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তার সঙ্গে থেকে ১টি ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও ২ হাজার টাকা জব্দ করা হয়। সকালে জব্দ করা আলামতসহ গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে থানায় পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।