মোঃ শাহিন আলম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জ তাড়াশে স্কুল কমিটিতে ভোট না দেয়ায় যুবককে পিটিয়ে হাত-পা ভাঙ্গল প্রতিপক্ষরা।
সিরাজগঞ্জের তাড়াশে বিনসাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ভোট না দেয়ায় তামিম হোসেন (৩২) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা। তার অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনাসাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত তামিম হোসেন ওই গ্রামের মো. গোলবার হোসেনের ছেলে। আহত যুবকের বাবা গোলবার হোসেন জানান, সম্প্রতি বিনসাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট না দেয়ায় শুক্রবার সকালের বাজারের আসার সময়ে আমার ছেলেকে একই গ্রামের মৃত রফাদ আলীর ছেলে ভুর্টরু নেত্বতেৃ সন্ত্রাসী আবুল কালাম, সোহাগ হোসেন, মামুন হোসেন অতর্কিত হামলা চালিয়ে লোহার পাইপ, রড ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আমার ছেলেকে উদ্ধার করে তাড়াশ উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক অবস্থার অবনতি হওয়ায় সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য ইলিয়াস আলী জানান, গত বৃহস্পতিবার স্কুল কমিটির নির্বাচনে ভোট না দেয়ায় ও পুর্বে একটি পারিবারিক বিষয় নিয়ে মামলা তুলে নিতেই তাকে একাধিক হুমকি দিয়েছেন। পরে শুক্রবার সকালে তামিমকে পিটিয়ে হাত ও পা ভেঙ্গে দিয়েছে তারা। শুধু তাই নয় ভোটের আগের রাতেও ওই সন্ত্রাসীরা তাদের ভোট দেয়ার জন্য হুমকি প্রদান করে।
এ বিষয়ে তাড়াশ ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের ডা. মো: আমানুল্লাহ আমান জানান, রোগীর অবস্থা খুবই গুরুত্বর হওয়ায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আঘাতের কারনে তার হাত ও পা পুরো ভেঙ্গে গিয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।