নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৫৫টি মোবাইল ফোনসহ ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতের এ অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ ১৮ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মুন্সীগঞ্জের লৌহজংয়ের বনগ্রাম এলাকার মো. জাহাঙ্গীর, কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর এলাকার মো. সাজু মণ্ডল, শরীয়তপুরের নড়িয়ার চাকদহর এলাকার মো. জাকির হোসেন, চাঁদপুর সদরের গুলিশা এলাকার মো. রাসেল মিঠু এবং চাঁদপুরের মতলবের মান্দারতলা এলাকার মোক্তার হোসেন।

শুক্রবার র‌্যাব-৩ সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর জানান, গ্রেফতারকৃতরা ছিনতাই চক্রের সদস্য। তারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় পথচারী, রিকশা আরোহী ও যাত্রীদের মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।