মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধি: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার স্বাস্থ্যবিধি কড়া অবস্থানে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন। স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১০ জন ব্যবসায়ীকে ৮২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে হয়েছে। সোমবার (২৮ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করা এবং সরকারের দেয়া বিধি-নিষেধ অমান্য করায় সংক্রমক রোগ (প্রতিরোধ) ও নির্মূল আইন ২০১৮ দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ১০ জন ব্যবসায়ীকে ৮২০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ ছাড়াও একটি ফ্রিজের দোকান সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায়, সরকার ঘোষিত লকডাউনে বিধি-নিষেধ অমান্য করায়, অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এরুপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।