চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৩০,৫০০ পিস ইয়াবা উদ্ধারসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ নভেম্বর ২০২০ ইং তারিখ ০৭০০ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সংযোগ সড়কে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে। তল্লাশী করে আসামি ট্রাকচালক ১। মোঃ শহিদুল ইসলাম (৪৪) এবং হেলপার ২। মোঃ আরমান আলী (২২) কে আটক করে।
পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে চালকের সিটের পিছনে লুকানো অবস্থায় ৩০,৫০০ পিস ইয়াবা উদ্ধারসহ উক্ত ট্রাকটি (ঢাকা মেট্রো-ট- ১৬-৬৬৪৫) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত ট্রাক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।