রাজধানীর খিলগাঁও এলাকা থেকে পাঁচ মণ গাঁজা ও ১৮৪ বোতল মাদক জাতীয় সিরাপ সিরাপসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ শনিবার (২৬ জুন) সকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান, যুগ্ম কমিশনার হারুন অর রশীদ।

ডিএমপি’র (ডিবি) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, ‘আসামিরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত থেকে গাঁজা এবং সিরাপগুলো সংগ্রহ করে নগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। মাদকের চালানটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে সবজির পিকআপ ভ্যানে রাজধানীতে আনা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকের চালানটি জব্দ করে ডিবির তেঁজগাও টিম।

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিনিয়তই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। প্রচুর পরিমান মাদক উদ্ধার করছি। সবজি বিক্রেতা সেজে সেই সবজির ভ্যানেও মাদক পরিবহণ করা হয়। মাদকসেবী এবং মাদক বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।