নাটোরের লালপুরে ইমো হ্যাক করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৭ প্রতারককে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে নয়টি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৪০০ টাকা ও দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বিলমাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো উপজেলার মোহরকয়া গ্রামের শাহাবুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৪), একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে রবি (২২), মোহরকয়া (খাঁ-পাড়া) গ্রামের মঞ্জুর রহমানের ছেলে মোহন সরকার (১৯), মনিহারপুর গ্রামের মাজদার প্রামানিকের ছেলে শিমুল আলী (১৯), ভাঙ্গাপাড়া গ্রামের নূর আলম সরকারের ছেলে শাহ পরান সরকার (১৯), নাগসোসা গ্রামের রিফাজ মন্ডলের ছেলে রুবেল মন্ডল (৩২) এবং বাঘা উপজেলার মৃত শামসেদ মন্ডলের ছেলে বেলাল মন্ডল (২৯)।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে লালপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২০/২৪/৩৪/৩৫ ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া মাদক উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে লালপুর থানায় একটি মাদক মামলা দায়ের করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।