তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে এক রাতে একই মাঠ থেকে ধান সেচের ১১টি স্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে।
চুরির ঘটনায় (১৭ সেপ্টেম্বর) থানায় লিখিত অভিযোগের প্রক্রিয়া চলছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের বাইখির দক্ষিণ পাড়া মাঠ থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে বাইখির গ্রামের রুস্তম মোল্লা, ইয়াকুব মোল্লা, আকরাম মোল্লা, বিধান, কার্তিক, সুনিল, ইলিয়াস, বনচাকি গ্রামের আজগারসহ ১১ টি ব্লোকের ইরি ব্লোকের স্যালো মেশিন চুরি হয়েছে।
চতুল গ্রামের বাবলু শরিফ জানান একই রাতে বাইখির দক্ষিণ পাড়া মাঠ থেকে ১১ টি স্যালো মেশিন চুরি হয়ে গেছে। চুরির ঘটনায় শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, চুরির বিষয়টি এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।