মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে পোর্ট থানা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাত্রে থানার কয়েকটি গ্রামে এ অভিযান পরলিচানা করে বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে আটক করে।
আসামীরা হলোঃ ১। মোঃ সেলিম সর্দার, পিতা-মৃত শহীদ সর্দার,সাং-নারায়নপুর, ২। মোঃ জসিম উদ্দিন, পিতা-মৃত ইয়ার আলী, সাং-বোয়ালিয়া, ৩। মোঃ কালু মিয়া, পিতা-আবু মোড়ল, সাং-সাদীপুর, ৪। মোঃ নজরুল ইসলাম ফকির, পিতা-মৃত নওয়াব আলি ফকির, সাং-ভবেরবেড়, ৫। মোঃ তৈহিদ কারিগর, পিতা-আব্দুল ওহাব কারিগর, সাং-ভবেরবেড়, ৬। মোঃ সালাম, পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-ভবেরবেড়, ৭। রাফুল ধাবক, পিতা-মোঃ সাদেক ধাকব, সাং-পুটখালী, ৮। মোঃ জাকির হোসেন ওরফে ডাকারিয়া, পিতা-মৃত রুস্তম আলী,
সাং-ভবেরবেড়, ৯। মোঃ হৃদয় হোসেন, পিতা-মোঃ আনারুল ইসলাম, সাং-বড় আঁচড়া, ১০। মোঃ আইয়ুব হোসেন, পিতা-করিম গাজী, সাং-বড় আঁচড়া, ১১। মোঃ দাউদ আলী, পিতা-মৃত শুকুর আলী, সাং-কাগমারী, ১২। মোঃ আব্দুল্লাহ, পিতা-সামছুর রহমান, সাং-কাগমারী, ১৩। কোরবান বিশ্বাস, পিতা-আকবর বিশ্বাস, সাং-বালুন্ডা, ১৪। শহিন ধাকব, পিতা-বাঁচা ধাবক, সাং-পুটখালী,১৫। মোঃ মুস্তাক আলী, পিতা-মোঃ তোরাব আলী, সাং-সাদিপুর। এদের সকলের বাড়ি বেনাপোল পোর্ট থানা এলাকায়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া বলেন, গ্রেফতারকৃতরা মাদক সহ বিভিন্ন অপরাধের গ্রেফতার পরোয়ানা ভুক্ত আসামি। সোর্স মারফত রাত্রে অভিযান পরিচালনা করে ওই সকল গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।