নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে আমদানি কৃত মেসার্স সৈকত ট্রেডার্সের ৬৬৭ বস্তা ছোলা, যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার আছিয়া ট্রান্সপোর্টের মাধ্যমে গত ২৮ মার্চ রাজবাড়ীর সাগর ট্রেডার্সের উদ্দেশ্যে পাঠানো হয়।
পরবর্তীতে ট্রাকের ড্রাইভার ও মালিক মিলে আমদানিকৃত ছোলা আত্মসাৎ করে অন্যত্র বিক্রি করে দেয়।
বাদীর এই অভিযোগের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়।এসআই নূর ইসলাম, এসআই শফি আহমেদ রিয়েল, এসআই শামীম হোসেনের সমন্বয়ে একটা টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান সনাক্ত করেন।
এবং (০৩ এপ্রিল ) চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানা এলাকায় অভিযান চালিয়ে, যশোর সদরের বসুন্দিয়ার আবুবক্কার সিদ্দিকীর ছেলে ট্রাক ড্রাইভার হাসান আল মামুন রাজন(৩০) ও জীবন নগরের দেহাটির মোদাচ্ছেরের ছেলে খাসিয়ার রহমান মিঠু (৪০) কে গ্রেফতার করেন এবং আত্মসাৎকৃত ৬৬৭ বস্তা ছোলা উদ্ধার করেন। মামলাটি এসআই শফি আহমেদ রিয়েল তদন্ত করছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।