যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন থেকে নগদ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি সহ ৫ জুয়ারিকে আটক করেছে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক ১ টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বুঝতলা বাজারের পশ্চিম-পাশে ইকবাল হোসেনের চায়ের দোকান থেকে জুয়া খেলা অবস্থায় সকলকে আটক করা হয়। এ সময় জুয়া খেলার আলামত সরূপ ৩ বান্ডিল খেলার তাস, নগদ ২ হাজার ৮শ ৪৬ টাকা ও ৩টি সিমেন্টের বস্তা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামকুড় ইউনিয়নের ঘিবা গ্রামের আব্দুল খালেকের ছেলে (১) মোঃ মিলন মোল্লা, শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মৃত ইয়াসিন মোড়লের ছেলে (২) মোঃ জাহিদুল মোড়ল, আব্দুর রশিদ গাজির ছেলে (৩) মোঃ রুহুল কুদ্দুস, হানেফ আলী গাজির ছেলে (৪) মোঃ আলম গাজী ও শ্যামকুড় গ্রামের শওকত সরদারের ছেলে (৫) মোঃ সজিব হোসেন।

এ সম্পর্কে মনিরামপুর থানার (এস,আই) হান্নান হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শ্যামকুড় এলাকা থেকে জুয়া খেলার সময় ৫ জুয়ারিকে হাতেনাতে আটক করা হয়। আজ দুপুরে আটককৃতদের জুয়া আইনে মামলা রুজু পূর্বক যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।