দিনাজপুরের বিরামপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের ৫০ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। সুবিধাভোগীদের মাঝে চালগুলো বিতরণ না করে মজুত করে রাখা হয়েছিল।
শনিবার উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে চালের বস্তাগুলো পাওয়া যায়। পরে চালগুলো জব্দ করে কক্ষটি সিলগালা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৪নং দিওড় ইউনিয়নের সুবিধাভোগীদের মাঝে বিতরণের জন্য ঈদ উপহার হিসেবে ৪২.৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। এরই মধ্যে অনেকের মাঝে চাল বিতরণ করা হয়।
কিন্তু বেশ কয়েকজন চাল না পেয়ে শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে যান। এ সময় তারা চাল মজুতের অভিযোগ তোলেন। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে এসে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন এবং ইউপি ভবনের একটি কক্ষে ৫০ বস্তা চাল দেখতে পান।
শনিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, ট্যাগ অফিসার দীনেশ চন্দ্র রায় ও ইউএনওর অফিস সহকারী মোকলেছুর রহমান ওই ইউনিয়ন পরিষদে এসে ৫০ বস্তা চাল জব্দ করে কক্ষটি সিলগালা করেন।
৪নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, কার্ডধারী অনেক সুবিধাভোগী এখনও চাল পাননি। এজন্য চালগুলো মজুত রাখা হয়েছিল।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার দীনেশ চন্দ্র রায় বলেন, চাল বিতরণের পর ইউপি চেয়ারম্যান ৫০ বস্তা চাল মজুত করে রেখেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, কার্ডধারী কাউকে না পাওয়ায় চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।