মো: সাগর হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫০ পিছ ইয়াবাসহ সাব্বির হোসেন শান (২১) নামে একাধিক মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে তালশারী দিঘীরপাড় গ্রামস্থ মিলন এর তেল পাম্পের সামনে পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক সাব্বির হোসেন শান ছোট আঁচড়া (পূর্বপাড়া) গ্রামের শাহজাহান হাজীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে ৫০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।