![বাগেরহাটে টাকাসহ ৬ জুয়ারী আটক](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/09/dkk666.jpg)
বাগেরহাটে টাকাসহ ৬ জুয়ারী আটক
বাগেরহাটে টাকাসহ ৬ জুয়ারী আটক
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে এক লক্ষ ৮৩ হাজার টাকাসহ ৬ জুয়ারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার একটি বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে এই প্রতারকদের আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাপড়া গ্রামের মোকলেছ গোলদারের ছেলে অলিক গোলদার (৩২), একই উপজেলার জয়মনি এলাকার আবুবকর ফকিরের ছেলে মোঃ আলম ফকির (৪০),
রামপাল উপজেলার বাসতলি এলাকার জালাল শেখের ছেলে ইমরান শেখ (৩০), বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার আব্দুর রবের ছেলে মোঃ আবুল কাশেম সেলিম (৫০),সোনাতলা এলাকার মৃত মীর্জা আনছার উদ্দিনের ছেলে ইরাদ হোসেন (৫০) এবং কচুয়া উপজেলার ধোপাখালি এলাকার মৃত শেখ আলাউদ্দিনের ছেলে লিপন শেখ (৪৫),
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক লক্ষ ৮৩ হাজার টাকাসহ ৬ জুয়ারীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।