নাটোরের গুরুদাসপুরে পাওনা ১০০ টাকার জন্য সাইফুল ইসলাম জয় (৪৯) নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে পান সিগারেট দোকানী মাসুদ আলীর বিরুদ্ধে।শনিবার রাত ৯টা ৪০ মিনিটে উপজেলা পৌর সদরের চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ হত্যাকাণ্ড ঘটে।
আরোও পড়ুন:
ছেলেদের ক্রিকেটের উল্টোপথ ধরেই হাঁটছে মেয়েদের ক্রিকেট
ইউরোপিয়ান স্টাইলে খেলা চালানোর সিদ্ধান্ত : ফুটবল ফেডারেশন
নিহত সাইফুল ইসলাম ওই মহল্লার মৃত আবদুল জলিলের ছেলে এবং অভিযুক্ত মাসুদ একই মহল্লার মৃত কোবাদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, মাসুদের দোকানে সিগারেটের ১০০ টাকা বকেয়া ছিল সাইফুলের। সেই টাকা চাওয়ার পর ক্রেতা সাইফুলের সঙ্গে মাসুদের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। মাসুদ ক্ষিপ্ত হয়ে তার দোকানের টেবিলে থাকা কাঁচ দিয়ে জয়কে আঘাত করলে জয়ের ডান হাত কেটে রক্তাক্ত জখম হয়।
রক্তক্ষরণের একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন জয়। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।