মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ বদলগাছীতে কৃষি অফিসের সহযোগিতায় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের তালিকায় চলছে সার বিতরণ। বদলগাছী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে উঠেছে স্বজনপ্রীতির অভিযোগ। সাধারণ কৃষকরা জানেন না কে কিভাবে লিস্ট করেছে। ডিলারের কাছ থেকে বিতরণের আগের রাতে কৃষি অফিস ও ডিলারের যোগসাজশে গায়েব হয়ে যাচ্ছে সার। ডিলাররা কৃষি অফিসের কথা মতো মিলাচ্ছে সারের হিসেব।

সরেজমিনে দেখা যায়, বদলগাছীতে সারের জন‍্য ডিলারদের দ্বারে দ্বারে ঘুরছে কৃষক। বেশি দামেও মিলছে না সার। সার পেতে কৃষকদের সকাল থেকে দুপুর পর্যন্ত সময় অপচয় করেও অনেক সময় মিলছে না সার। আগে ছোট গ্রামে গঞ্জের বিভিন্ন দোকানে পাওয়া যেত সার, হঠাৎ সার যেন সোনার হরিণ হয়ে গেছে। টাকা দিয়েও সময়মত মিলছে না সার। ডিলার ও কৃষি অফিসের সিন্ডিকেটে অসহায় কৃষক। এর মাঝেই নতুন করে সার বিতরনে যোগ হয়েছে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার, এতেই আরো সমস্যা বেড়েছে। মুখচেনা ও নিজের লোকজন এক কথায় স্বজনপ্রীতির মাধ্যমে সাধারণ কৃষকদের পূর্বেই পাচ্ছে সার। গ্রামের বেশিরভাগ কৃষকরা জানেন না যে, এখন চেয়ারম্যান ও মেম্বাররা কৃষকদের নামে সার সরবরাহ করছে। সার নিতে এসে এ নিয়ে কথাকাটা কাটি হচ্ছে নিয়মিত। কৃষকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পাচ্ছে না সার। এদিকে কৃষি অফিস বলছে সারের কোনও ঘাটতি নেই। তাহলে কি কৃষকরা মিথ‍্যে বলছে! মনে হচ্ছে বদলগাছীতে সাজানো গোছানো নাটক চলছে সার নিয়ে।

সরেজমিনে গত রবিবার বদলগাছী সদর ইউপিতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের ২য় তলার একটি কক্ষে ইউনিয়নের ৩জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা লিস্ট দেখে কৃষকদের সারের টোকেন দিচ্ছে। বাহিরে অনেক কৃষক দাঁড়িয়ে রয়েছে সারের আশায়। সাধারণ কৃষকেরা সার নিতে কখনো মেম্বার আবার কখনো চেয়ারম্যানের কাছে ছুটাছুটি করছে। সারাদিন কাজ বাদ দিয়ে কৃষকরা ছুটছে সারের আশায়। সার নিতে আসা অনেকেই বলেন এই লিস্টের ব‍্যাপারে আমরা কিছুই জানিনা। মেম্বার কিভাবে এই লিস্ট করছে এব‍্যাপারে বেশির ভাগ গ্রামের সাধারণ কৃষকরা জানেন না। আগে কৃষিকার্ড নিয়ে ভোর থেকে সারের জন‍্য অপেক্ষা করতে হতো লাইনে দাড়িয়ে, এখন আর এক জ্বালা। সব সমস্যা আমাদের কৃষকদের নিয়ে।

চাংলা গ্রামের কৃষক ওবায়দুল (৫৫) বলেন, আমি ১০ বিঘা জমিতে ধান চাষ করেছি। আমি সার নিতে ডিলারের কাছে কৃষি কার্ড নিয়ে গেলে ডিলার বলে আপনি ইউনিয়ন পরিষদে যান ওখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (বিএস) আছে, সেখানে গেলে উপ সহকারী কৃষি কর্মকর্তা বলছে মেম্বারের কাছে যান, মেম্বারের কাছে কৃষি কার্ডের ফটোকপি জমা দিলে মেম্বার বলেন, পরের সপ্তাহ আপনার লিস্টে নাম দিবো।

এ ব‍্যাপারে বদলগাছী সদর ইউপির বিএস শাহার আলী বলেন, আমি এ ব‍্যাপারে মন্তব্য করতে পারবো না।একই ইউপির উপ সহকারী কৃষি অফিসার শামসুল আলম বলেন, লোকজনের লাইনে দাঁড়িয়ে সার না পাওয়ায় কৃষি অফিসার ও চেয়ারম্যান আলোচনা করে মেম্বার ও চেয়ারম্যান মাধ‍্যমে সার দেওয়া হচ্ছে।

একই ইউপির উপপ সহকারী কৃষি অফিসার খন্দকার আবদুল্লাহ আল মতি সাথে কথা বলতে ২০শে সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় অফিসে গেলে তাকে পাওয়া যায় নি। ফোন দিলেও ফোন ধরেন নি।

এব‍্যাপারে ইউপি’র ৪ নং ওয়ার্ডের মেম্বার আনিছুর রহমান বলেন, সার নিয়ে বিভিন্ন ধরনের ঘটনার পর বদলগাছী ইউপি’র উপ-সহকারী কৃষি অফিসার সাহার আলী সোনার সহ বদলগাছী ইউপি’র উপ-সহকারীগণ সার বিতরণের জন‍্য আমাদের সহযোগিতা চান এবং বলেন প্রতি ওয়ার্ডের জন‍্য ১৫ বস্তা ইউরিয়া বরাদ্দ আছে। আপনারা প্রকৃত কৃষকের মাঝে বিতরণের জন‍্য আমাদের হেল্প করেন। এ ব‍্যাপারে সংরক্ষিত নারী সদস‍্যা শাহানাজ বলেন, আমাদের নারী সদস্যরা প্রত‍্যেকে ৯ বস্তা করে কৃষকদের মাঝে বিতরনের জন‍্য সার পেয়েছি।

এ ব‍্যাপারে মেসার্স জিতেন্দ্রনাথ ট্রেডার্সের ব্যবসায়ী অংশীদার শামসুল হোসেন বলেন, এলাকায় সারের চাহিদা থাকায় পোরশা থেকে ৩৭০বস্তা সার বদলগাছী সদরে বিতরণের জন‍্য কৃষি অফিসের মাধ‍্যমে নিয়ে আসছি। কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তার সাক্ষরিত টোকেন দেখে আমরা সার দিচ্ছি। আমাদের কাছে সারের হিসেব আছে। কত বস্তা সার আসছে বিতরণ করার জন‍্য জানতে চাইলে শামসুল হোসেন বলেন, ৩৭০ বস্তা সার আসছে। আর কৃষি অফিসার তিন জন ব‍্যবসায়ীকে ২০বস্তা করে মোট ৬০ বস্তা সার দিয়েছেন।

এ ব‍্যাপারে বদলগাছী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আমি চেয়ারম্যান হিসেবে ৫০বস্তা সার পেয়েছি যা কৃষি কার্ড দেখে ও যাদের কার্ড নেই তাদের ভোটার আইডি দেখে আমি কৃষকদের মাঝে বিতরণ করেছি।

এ ব‍্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলী বলেন, প্রকৃত কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে। কৃষকরা সারের জন‍্য হাহাকার করছে বললে তিনি বলেন, উপজেলাতে সারের কোনও অভাব নেই, পর্যাপ্ত সার আছে। আজকে কত বস্তা সার বিতরণ করা হবে এব‍্যাপারে জানতে চাইলে তিনি সারের ব‍্যপারটি এরিয়ে যান। লিস্ট করে সার বিতরণ কে করছে, এই লিস্ট কে করেছে এ ব‍্যাপারে জানতে চাইলে তিনি বলেন লিস্ট করে সার বিতরণ করা হয়নি, কৃষকরা আসছে কৃষি কার্ড দেখে যাচাই করে সার দেওয়া হচ্ছে।