কুমিল্লার মুরাদনগরে মেহেদীর রঙ মুছে না যেতেই ফাতেমা আক্তার বৃষ্টির (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, যৌতুক না পেয়ে শ্বশুর বাড়ির লোকজন বৃষ্টিকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।
শনিবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রাম থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজা চাপিতলা গ্রামের খাইরুল ইসলাম বাবুর সঙ্গে দেড় মাস আগে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সোনাউল্লাহ গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ফাতেমা আক্তার বৃষ্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
বিয়ের কিছুদিন পর থেকে বিভিন্ন সময় বৃষ্টির শশুর বাড়ির লোকজন যৌতুকের টাকার জন্য ও ছোটখাট বিষয় নিয়ে বৃষ্টিকে নির্যাতন করতো।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।