নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে সাবিনা নামে এক গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন রাতে সাবিনার ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। রাতেই পুলিশ সাবিনার দেবর নয়ন ও তার স্ত্রী আনমনাকে গ্রেফতার করেছে।

মামলায় উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর ১২টায় সাংসারিক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সাবিনাকে তার শ্বশুরবাড়ি থেকে দেবর নয়ন, দেবরের স্ত্রী আনমনা আরেক দেবর শরীফ বাড়ি থেকে চলে যেতে বলেন। এতে প্রতিবাদ করলে তারা সাবিনার গায়ে পরিহিত কাপড়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় সাবিনার স্বামী পারভেজের ডাক চিৎকারে ছুটে এসে আগুন নিভিয়ে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সাবিনাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করে।

বাদী বিল্লাল হোসেন জানান, আগুনে সাবিনার দেহের ৭৫ শতাংশ পুড়ে গেছে। এ ঘটনায় শরীফ, হানিফ, নয়ন, নয়নের স্ত্রী আনমনাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, দুজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।