সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের বাসিন্দা ও বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ কর্মী আবদুল বাসিতকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৬ এপ্রিল) রাতের প্রথম প্রহরে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তিনি বিশ্বনাথ বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন।
এরমধ্যে পথেই তাকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, সেখানকার চিকিৎসক আবদুল বাসিতকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই বলেছেন, সুমন নামে এক ব্যক্তি তার ভাইকে ছুরিকাঘাত করেছে। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আহাজারিতে ভরিয়ে তুলেন। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এদিকে গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) দিনব্যাপী নিহত বাসিত উপজেলা ছাত্রলীগের ইফতার মাহফিল নিয়ে ব্যস্ত ছিলেন। সেটি নিয়ে কোন বিরোধ সৃষ্টি হল কি না সেটিও খতিয়ে দেখবে পুলিশ।
পুলিশসূত্র জানিয়েছে বাসিতের বুকের মাঝখান থেকে কিছুটা বামদিকে মাত্র একটি গভীর ক্ষত দেখা গেছে। আর আঘাত নেই তার শরীরে। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল মর্গে আনা হচ্ছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।